বিনোদন ডেস্ক: রাজনৈতিক কারণে ৮ বছরের নির্বাসিত জীবন বিদেশে কাটিয়ে শনিবার জন্মস্থান সৈয়দপুরে আসছেন বেবী নাজনীন। অনেক লড়াই শেষে মুক্তির আনন্দে নিজের ঘরে ফেরা তার। তাকে ঘিরে এলাকায় আপনজনের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া-মাহফিলে যোগ দিতেই সৈয়দপুর আসছেন। একই সঙ্গে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সারা দেশে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বেবী নাজনীন পতিত সরকার আমলে অনেক নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পতিত সরকারপ্রধান দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি মুক্ত পরিবেশে শনিবার সকাল ১০টায় বিমানযোগে নিজ জন্মস্থান সৈয়দপুর আসবেন। তিনি এসেই প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। এরপর সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।
বিকালে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র-আন্দোলনে সারা দেশে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বেবী নাজনীন এ দিন সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন তিনি। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত সঙ্গীত জীবনের কাজকর্ম। নানা অজুহাতে তাকে বিগত সরকারের পুলিশ বাহিনীর হাতে একাধিকবার আটকসহ নানা হেনস্তার শিকার হয়ে তিনি নিরাপত্তার কারণে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন। অবশেষে নির্বাসিত জীবন শেষে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত তারকা ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন।
Leave a Reply