গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।
গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট ফরহাদ হোসেন মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জমির মোল্লা, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, নিজড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাছ মোল্যা, মিলু দারিয়া, মাসুদ কাজীসহ আরও অনেকে।
পরে বিশিষ্ট কন্ঠশিল্পী হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।
Leave a Reply