গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের খেয়াঘাটের ইজারা বাতিল করা হয়েছে।
কলসী ফুকরা মধুমতি নদীর খেয়াঘাট টি বাংলা ১৪৩২সনের অবৈধ ইজারা বাতিল করে খাস আদায় শুরু করেছে সরকার।
জানাযায় বিগত বছরের ন্যায় বহুল সমাগম মুখর এই খেয়াঘাট টি একটি মহল নিজ ক্ষমতা বলে দক্ষলে নিয়েছিলেন।
আর আত্মীয় কেন্দ্রীক ভাবে ঘাট থেকে আদায় করতেন লাখ লাখ টাকা।
সেই ক্ষমতাকে পুঁজি করে এবারে ও লোক চক্ষুর অন্তরালে নিয়মনীতির তোয়াক্কা না করে শহীদুল নামের এক ব্যক্তিকে ঘাটের ইজারা দেন স্থানীয় প্রশাসন।
বিষয় টি জানাজানি হলে স্থানীয় জনগণ ঘাটের ইজারা বাতিলের জন্য গত ৭/৪/২৫তারিখে আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের বরাবর। গঠিত হয় তদন্ত কমিটি, উঠে আসে সত্য ঘটনা, প্রকাশ পায় বিগত বছরের সরকারি রাজস্ব ফাঁকির কাহিনী।
দেরীতে হলেও নির্ভীক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত মিডিয়ার মুখোমুখি হয়ে গত ১৫/০৬/২০২৫ এ, এক আদেশ জারি করে কপি পাঠান বিভিন্ন দপ্তরে।
চিঠিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খেয়াঘাট টি সরকার নিয়ন্ত্রিত থাকবে এবং প্রতি সপ্তাহে ঘাটের আদায় রাজস্ব খাতে জমা হবে।
Leave a Reply