কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাহুথড় ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অধীর মন্ডল।
ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ২০২৪-২৫ অর্থ বছরে শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। রাহুথড় ছাড়াও তিনি রাজপাট ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
গত রোববার (২৯ জুন) সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে অধীর মন্ডলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার মুনমুন পাল।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নিবাচিত হয়ে অধীর মন্ডল বলেন, ‘শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হওয়াটা সত্যিই গর্বের। এটি শুধু আমার একার কৃতিত্ব নয়, আমার সহকর্মী, অধীনস্ত কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের কৃতিত্ব। আমি বিশ্বাস করি। প্রশাসনিক দায়িত্ব শুধু নিয়ম পালন নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা। সবসময় যেন জনকল্যাণে কাজ করতে পারি। সে জন্য সকলের সহযোগিতা চাই।’
Leave a Reply