কাশিয়ানী প্রতিনিধি: কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত ও ওসি মো. শফিউদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও গোপালগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আল মাসুদ খান, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য রেজাউল করিম মোল্যা, এপিপি সুলাইমান সিদ্দিক বাদল, কাশিয়ানী উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান মানিক, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, সালাউদ্দিন আহমেদ, কলিমুল্লাহ খান ঠাকুর, কাশিয়ানী সদর ইউনিয়ন কমিটির সভাপতি আশরাফ হোসেন লিটুসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরণের সহযোগিতা করবে। সরকারের সেবাসমূহ সুষ্ঠু বন্টনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া প্রশাসনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Leave a Reply