1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিলরুট চ্যানেলে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৬ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ কাঠা উচ্ছেদ, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছেন মৎস বিভাগ ও জেলা প্রশাসন ।

পরে জব্দ করা ওই সব জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এসময় ৯ ইঞ্চির ছোট মাছ বিলরুট চ্যানেলে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩ টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত গোপালগঞ্জ বিলরুট চ্যানেলের সদর উপজেলার চাপাইল থেকে হরিদাসপুর পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রন্টি কুমার পোদ্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় জেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ মৎস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন শৃংখলা রক্ষায় সহযেগীতা করেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান এর সদস্যবৃন্দ।

গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, ‘অবৈধ কাঠা, চায়না দুয়ারী ও অবৈধ কারেন্ট জাল দিয়ে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে। আমরা ওই সকল অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। দেশের মৎস সম্পদকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024