জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (৩০মে) দুপুরে শহরের লঞ্চঘাট বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জুর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝন্টু খান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ ধলু মিনা, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, নিজড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাচ মোল্লা, বিএনপি নেতা মাসুদ শেখসহ জেলা বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
এছাড়া বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, তবারক বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়। নিজড়া এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর এতিমদের মাঝে তাবারক বিতরণ করা হয়। এরআগে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply