জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঈদুল আজহার ছুটিতেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।
ঈদের দিনে সেবা পেয়ে খুশি গর্ভবর্তী মা ও তাদের পরিবার।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় পরিবার পরিকল্পনা এ সেবা চালু রাখা হয়।
এবার ঈদুল আজহার সরকারি ছুটিতে কেন্দ্রটিতে তিনটি নরমাল ডেলিভারি করানো হয়। এ ছাড়া অন্যান্য দিনের মতো গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অভিভাবক উপ পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক শেখ মো. আরমান, সহকারী পরিচালক সিসি ডা. শুভ্রদেব হীরার সার্বিক তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া সার্বিক সহযোগিতা করেন উপজেলার মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডা. মৌসুফা বিনতে রেজা ও বেথুড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ চন্দ্র বিশ^াস।
মা ও শিশু কল্যাণ কেন্দের পরিদর্শিকা স্বপ্না খানম বলেন, ‘ঈদের দিন সবাই যখন পরিবার নিয়ে ঈদ আনন্দে ব্যস্ত। আমরা তখন রোগীদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছি। সেবা দিয়ে যখন একজন রোগীর মুখে হাসি দেখতে পাই, তখনই মনে হয় এটাই আমাদের ঈদের আনন্দ। রোগীরাও আমাদের পরিবারের মতো। তাদের পাশে থাকাও এক ধরণের আনন্দ। এবার ঈদের ছুটিতে ৩টি নরমাল ডেলিভারিসহ গর্ভবতী মায়েরদের অন্যান্য সেবা দিয়েিেছ।’
গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল পারভেজ বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হয়। ছুটির মধ্যে কাশিয়ানীর রামদিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম চলমান ছিল।’
Leave a Reply