গোপালগঞ্জ প্রতিনিধি: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে বৃক্ষ মেলায় এসে শেষ হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. কাদের সরদার, স্থানীয় সরকারের উপরিচালক বিশ^জিত কুমার পালসহ বনবিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পৌরপার্কে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী এ মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০টি স্টল রয়েছে।
Leave a Reply