1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

এম এ জামান, গোপালগঞ্জ-কাশিয়ানী প্রতিনিধি :
ফুকরা মদন মোহন একাডেমির ২০২৫ সালের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো:হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান টি উপস্থায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও সাবেক ছাত্র মো:আব্দুল কাউয়ুম মোল্লা।

প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান চৌধুরী ফুকরা মদন মোহন একাডেমির প্রতিষ্ঠাকালীন ইতিহাস, শিক্ষাক্ষেত্রের ভূমিকা এবং শতবর্ষী ঐতিহ্য তুলে ধরে বিদ্যালয়ের উন্নয়ন ও পরিবেশ পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বিদ্যালয়ের সার্বিক বিষয়ের উপর গঠন মূলক আলোলচনা করেন, সুইডেনএ্যম্বাসী ডাইরেক্ট ফরিদ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড:সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষনুরাগী ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুজ্জামান খাকি,সাবেক শিক্ষক হায়দার আলী মাষ্টার, বিশিষ্ট নারী উদ্যোক্তা শিক্ষা বিদ ও সমাজ সেবক সোহাগী রহমান মুক্তা, সমাজ সেবক ও বিদ্যানুরাগী আলমগীর হোসেন দুলাল, হাজী মোয়াজ্জেম হোসেন খাকি, এস এম সিরাজুল হক, শফিকুর রহমান খন্দকার,ও সাবেক ছাত্রী ঝর্ণা খানম।

১৯০২ সালের মধ্যভাগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে, আজঅবধী বিদ্যালয় টি মানুষ গড়ার কারীকর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

আলোচকদের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে ২১ দফার একটি কর্মপরিকল্পনা উঠে আসেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো,মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, আধুনিক কলা-কৌশলে পাঠদান, সরকারি অর্থায়নে উন্নত কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার, ডিজিটাল হাজিরা ও এসএমএসের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, নিয়মিত ব্যবহারিক ক্লাস, সহপাঠ্যক্রমিক কার্যক্রম জোরদার, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষা, অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত না করা, বছরে একাধিক পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ, অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে শৃঙ্খলামূলক ব্যবস্থা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব এবং সিসিটিভি স্থাপন।

অত:পর বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশসহ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও বই উপহার দেয়া হয়। আজ শিক্ষার্থীদের মাঝে দেখা যায় নতুন উদ্দীপনা ও উৎসাহ।এর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024