জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরি হওয়া মন্দিরের পুজার সরঞ্জাম ৬ দিন পর একটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার রবিউল ফকির (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের সিরাজ ফকিরের ছেলে।
আজ দুপুরে রবিউল ফকিরের তথ্যমতে উপজেলার মধ্যমাঝবাড়ি ও কয়খা এলাকার দুটি ভাঙ্গারীর দোকান থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২৯ জুন রাতে উপজেলার হিরণ গ্রামে সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে পিতলের দূর্গা, কালি, গণেশ ও বিষ্ণু মুর্তিসহ পূজায় ব্যবহৃত কাঁসা, পিতল এবং তামার সরঞ্জামাদি চুরি হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সুবল চক্রবর্তী অজ্ঞাতনামা আসামী দেখিয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ফকিরকে আটক করে। তিনি মন্দির চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলআমিন সরদার বলেন, ‘মন্দিরের পূজার মালামাল চুরির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। এ ঘটনায় সন্দেহজনকভাবে হিরণ গ্রামের রবিউল ফকিরকে আটক করি এবং তার দেওয়া তথ্যেমতে চুরি হওয়া পূজার সামগ্রী দুটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
Leave a Reply