কাশিয়ানী প্রতিনিধি :এম এ জামান:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় ১৬দিনের শিশু চুরি হওয়ার পরে বাড়ির পাশে পুকুরপাড়ে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
অর্ণব ফুকরা ইউনিয়নের তারাইল দক্ষিণ পাড়ার সচিন বিশ্বাসের ছেলে।
এ বিষয় অর্ণবের বাবা কাশিয়ানী থানায় শিশুচুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দাখিল করেছে।এসআই তুষার মৃধা অভিযোগটি তদন্ত করছেন বলে জানান এই প্রতিবেদককে।
সরেজমিনে জানা যায় গতকাল সাড়ে ১২টার দিকে শিশুটির মাতা মাধুরী বিশ্বাস অর্ণব কে ঘুমিয়ে গোসলে গেলে শুনতে পায় পাশের বাড়ির অনিতা কাকি তোর বাচ্চা কান্নাকাটি করছে আমি নিয়ে গেলাম।গোসলসেরে মা ছেলেকে আনতে গেলে বলে না,আমিতো তোমার বাড়ি যাইনি। তখন খোঁজাখুঁজি ও মায়ের কান্নাকাটি শুরু হলে পাড়া প্রতিবেশী খুজতে থাকে।কিন্ত কোথাও না পেয়ে থানায় অভিযোগ করা হয়।
সন্ধার দিকে ০১৩০৯৬৩০৪৬৭.থেকে ফোনে বলা হয় ছেলেকে পেতে হলে ৫০হাজার টাকা দিতে হবে নতুবা ছেলে মেরে ফেলা হবে।পিতা কান্নাকাটি করে ১০হাজার টাকা পাঠায় ঐ নম্বরে।
কিন্ত আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের ডুবাতে মৃত্যু অবস্থায় পায় শিশু অর্ণবকে।বাড়িতে মায়ের আত্মবিলাপ ও প্রতিবেশীদের সমবেদনায় ভারী হয়ে উঠে পরিবেশ।
ইউনিয়ন ওয়ার্ডের মেম্মার হায়াত মজুমদার ও ইউনিয়ন আওমীলিগের সাধারণ সম্পাদক রফিক উল হাসান সুমন ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই হত্যার বিচার দাবি করেন।তারা বলেন দেশের এহেন সময় এমন মর্মান্তিক ঘটনা হ্নদয় বিদারক। দোষীকে আইনের আওতায় আনতে সব ব্যবস্থায় আমরা পাশে আছি।
Leave a Reply